1. admin@alohealth.info : School :
হাসপাতাল/ক্লিনিক | আলো স্বাস্থ্য শিক্ষা পরিবার

হাসপাতাল/ক্লিনিক

আলো হেলথ্ সেন্টারঃ
আলো হেলথ সেন্টার, কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক। দেশের সর্বস্তরের জনগনের কাছে চিকিৎসা সেবাকে পৌছে দিতে জনাব গাজী মাহাবুব রহমান মহাশয়ের উদ্যোগে ইংরেজি ২০০২ সালে কুষ্টিয়ার প্রানকেন্দ্রে অবস্থিত আলো ভবন (সিঙ্গার মোড়) এন.এস.রোডে গড়ে তোলা হয় আলো হেলথ সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের তত্বাবধায়নে আধুনিক ও সেরা মানের ‍চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ।

বর্তমানে এখানে আধুনিক ও উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতিসহ রয়েছে সু-সজ্জিত অপারেশন থিয়েটার, প্যাথলজি ল্যাব, পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড ও সার্বক্ষনিক নিজস্ব বিদ্যুত ব্যাবস্থা। বিস্তারিত জানতে ক্লিক করুন  এখানে

কারিগরি সহযোগীতায়- মিথুন মোস্তফা ।। ০১৭১৯৮৯২০২০