এতদ্বারা আলো ম্যাটস এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর তারিখে ম্যাটস এর সদ্য প্রকাশিত ডিসেম্বর-২০২৩ পরীক্ষার ফলাফলে অকৃতকার্য বিষয়গুলিতে খাতা পূণনীরিক্ষনের আবেদনের কাজ চলবে। যারা অকৃতকার্য বিষয়গুলিতে খাতা পূণনীরিক্ষনে ইচ্ছুক তারা আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর এর মধ্যে অফিস চলা কালীন সময়ের মধ্যে বিষয় আবেদন ফি (প্রতি ৮৫০ টাকা হারে ) সহ যোগাযোগের জন্য বলা হলো।