1. admin@alohealth.info : School :
পরিচালকের বাণী | আলো স্বাস্থ্য শিক্ষা পরিবার

পরিচালকের বাণী

“আলোকিত সমাজ গড়ার জন্য আমাদের প্রথম হাতিয়ার হলো সচেতনতা, শিক্ষা ও সুস্থতা।  আলো স্বাস্থ্য শিক্ষা পরিবার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে—সমাজের প্রতিটি মানুষ যেন পায় সঠিক চিকিৎসা, মানসম্মত শিক্ষা ও মানবিক সহায়তা।

আমরা বিশ্বাস করি, উন্নয়নের মূলশক্তি লুকিয়ে আছে প্রতিটি শিশুর চোখে, প্রতিটি মায়ের হাসিতে, আর প্রতিটি পরিবারের নিরাপত্তায়। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—পরিবর্তনের আলো ছড়িয়ে দিতে দেশের প্রতিটি প্রান্তে। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের পথচলার প্রেরণা।

আসুন, আমরা একসাথে গড়ে তুলি একটি আলোকিত ও সুস্থ ভবিষ্যৎ।

স্বাস্থ্য ও শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে যাবতীয় কার্যাদী সম্পাদনের নিমিত্তে আলো স্বাস্থ্য ও শিক্ষা পরিবার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানের সকল তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নেওয়াই আমি আনন্দিত। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি প্রায় ১৮ বছর ব্যাপী পালন করছে মহান দায়িত্ব।

আগামীতেও এই প্রতিষ্ঠানটি সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
আমি এই প্রতিষ্ঠানটি সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

গাজী মাহাবুব রহমান
পরিচালক
আলো স্বাস্থ্য শিক্ষা পরিবার
মোবাইলঃ ০১৭১৫-২৩২৯৫৩

কারিগরি সহযোগীতায়- মিথুন মোস্তফা ।। ০১৭১৯৮৯২০২০