প্রিয় সহযাত্রীগণ,
চিকিৎসা শিক্ষা শুধু পেশাগত প্রশিক্ষণ নয়; এটি মানবতার প্রতি এক গভীর দায়িত্ববোধ ও আত্ব-অঙ্গীকার। আলো স্বাস্থ্য শিক্ষা পরিবার সেই অঙ্গীকার বাস্তবায়নে নিবেদিত। আধুনিক চিকিৎসাবিজ্ঞান, গবেষণা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন দক্ষ চিকিৎসক ও চিকিৎসা কর্মী তৈরিতে সচেষ্ট, যারা রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সান্ত্বনা ও সামাজিক দায়িত্ববোধেও অগ্রগামী হবে।
আমি বিশ্বাস করি, আমাদের প্রতিটি শিক্ষার্থী জ্ঞানের আলো ও মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিয়ে একটি সুস্থ, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসুন, আমরা সবাই মিলে এই মহৎ যাত্রায় হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই।
ডাঃ আবু দাউদ
অধ্যক্ষ্য
আলো ম্যাটস্, কুষ্টিয়া