“শিক্ষা মানুষকে শুধু আলোকিত করে না, তাকে করে সচেতন, মানবিক ও দায়িত্ববান।
আলো স্বাস্থ্য ও শিক্ষা পরিবার সেই আদর্শকে ধারণ করে একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ, নৈতিক ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানের পাশাপাশি চরিত্র ও মূল্যবোধে সমৃদ্ধ হয়—এটাই আমাদের প্রধান অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল বইয়ের জ্ঞানই দেয় না, বরং একজন শিক্ষার্থীর মন, মানসিকতা ও মানবিকতাকেও গড়ে তোলে।
এই পথে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল অংশীজনের সহযোগিতাই আমাদের চলার পথকে মজবুত করে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ধারা চিকিৎসা শিক্ষা। সাধারণ শিক্ষার পাশপাশি সমান্তরালভাবে এটি বয়ে চলেছে দীর্ঘদিন ধরে এবং এ দেশের জন-মানসে তার স্থান করে নিয়েছে সুরক্ষিত ও সুদৃঢ়ভাবে।
চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন মানসম্মত করার জন্য অপরিহার্য গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কার্যক্রম পরিচালনা সক্ষমতা ও সেই সাথে দরকার অনুকুল অবকাঠামো ও পরিবেশ। আমরা অঙ্গীকারাবদ্ধ, গুণগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ঠ এবং অবকাঠামো ও পরিবেশগত দিক দিয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার। তাই, আসুন চিকিৎসা সেবাকে প্রান্তিক পর্যায়ে সকলের কাছে পৌছে দিতে আমরা সবাই মিলে এক সাথে কাজ করি। আর এ কাজে আমি সকল অভিভাবক,শিক্ষার্থী এবং সংশ্লীষ্ট সকলের সাহায্য কামনা করছি।
আসুন, আমরা সবাই মিলে আলোর পথে চলি—সততা, সংবেদনশীলতা ও স্বপ্নের অনুপ্রেরণায়।
মমতা দাস
অধ্যক্ষ
আলো নার্সিং ইনস্টিটিউট,কুষ্টিয়া
মোবাইলঃ- ০১৭১৮-২৪৯০৪৮